বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার সংলগ্ন খানকায়ে তৈয়্যবীয়া তাহেরীয়ায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক হাফেজ নুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসেন। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব (রংপুর) মাওলানা এস এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ডি আই এম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী। বক্তব্য রাখেন হাফেজ আব্দুর রহিম, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী প্রমুখ। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ আবসার উদ্দিন। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মাওলানা মনির আহমদ আনোয়ারীকে সভাপতি, মাওলানা হাফেজ নুরুল আলমকে সহ-সভাপতি, মুহাম্মদ রফিকুল ইসলাম তৈয়বীকে সাধারণ সম্পাদক, মাওলানা আলমগীর কবিরকে সহ-সাধারণ সম্পাদক, মাওলানা শহিদুল ইসলাম আলকাদেরীকে সাংগঠনিক সম্পাদক ও মাস্টার নুরুল ইসলামকে অর্থ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।