সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।
সোমবার দুপুরে রুমের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, তিনি রোববার রাতে ক্লাবে রাত্রিযাপন করেন, সকালে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়, পুলিশ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। পরবর্তীতে তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হন এবং অর্থ আত্মসাৎ মামলায় কারাভোগ করেন। মামলার কাজে তিনি চট্টগ্রামে প্রায়ই যেতেন।