আনোয়ারা আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে উঠে গেলে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং একটি অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’-এর একটি দ্রুতগামী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
একই সময়ে বাসটির নিচে চাপা পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা। বাসের চাপে অটোরিকশাটি একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।