বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ফুটবল উল্লাসে সিনিয়রদের হামলা: রক্তাক্ত দশ শিক্ষার্থী Logo আনোয়ারার স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে স্বামীজির ১৬৪ তম জন্মদিন উদযাপন Logo আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্ণবিচূর্ণ Logo রজায়ী দরবার শরীফ,বিশ্ব নূর মঞ্জিল’র উদ্যোগে শাহছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রহ:)’র বার্ষিক বিষু বুধবার Logo সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আর নেই Logo ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে হযরত খাজা মঈনউদ্দীন হাসান চিশতি (রহঃ)’র অবদান… Logo আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে হোটেল ম্যানেজার গ্রেপ্তার Logo শিক্ষাবিদ মো.আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শিক্ষাবিদ মো: আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল কাল Logo সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শিক্ষাবিদ মো.আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম) / ২৮ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ

শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে নিবেদিতপ্রাণ এই শিক্ষাবিদের পদাংক অনুসরণের উপর গুরুত্বারোপ

আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিলাইগড়া রহিমিয়া ফোরকানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. আবদুল মোতালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ শুক্রবার ১৯ ডিসেম্বর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপচার্য, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন লেখক, গবেষক ও সাংবাদিক জামাল উদ্দিন, রাজনীতিবিদ আখতারুন নবী চৌধুরী, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো: দিদারুল আলম, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইউব খান রফিক, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন চেয়ারম্যান মাস্টার সৈয়দুল হক চৌধুরী, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মরহুমের বড় মেয়ের জামাতা কলামিস্ট মুহাম্মদ মুসা খান, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলাম চৌধুরী, সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক মাস্টার রতন চৌধুরী, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুকুমার শীল, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন মহাসচিব মো: লোকমান চৌধুরী।

মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের আহবায়ক রিয়াদ উদ্দিন চৌধুরী কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মরহুম আবদুল মোতালেব মাস্টারের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা স্মরণ করে বলেন, মাস্টার এম এ মোতালেব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন । মুক্তিযুদ্ধের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজ বাড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন, শিলাইগড়া গ্রামবাসীদের আশ্রয় না পেলে সেদিন হয়তো আমরা বাঁচতে পারতাম না।
ক্লাসের একজন ভালো ছাত্র হিসেবে লেখাপড়ায় তিনি আমাকে সবসময় উৎসাহিত করেছিলেন। শিক্ষক হিসেবে তাঁর অবদান অনস্বিকার্য।
সাংবাদিক, গবেষক জামাল উদ্দিন বলেন, মরহুম মাস্টার আবদুল মোতালেব একজন সমাজসেবক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

রাজনীতিক আখতারুন নবী চৌধুরী বলেন,মরহুম মোতালেব মাস্টারের মতো নির্লোভ শিক্ষক এই যুগে বিরল। তিনি প্রতিবছর এই গুণী শিক্ষাবিদের স্মরণ সভার আয়োজনের পরামর্শ দেন।
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন বলেন, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাস্টার এম এ মোতালেব সাহেবের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি তাঁর অগণিত ছাত্রছাত্রীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত বলেন, ছাত্র অবস্থায় শ্রেণী কক্ষে মোতালেব স্যারের কাছে যা কিছু শিখেছি পরবর্তীতে শিক্ষক হিসেবে আমিও আমার ছাত্রছাত্রীদের তা দিতে চেষ্টা করেছি। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক।
আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন বলেন,শ্রেণীকক্ষে তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি আমার হৃদয়ে সমাসীন হয়ে আছেন। আমার ছাত্র জীবনে তিনি আমাকে নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক মহান মুক্তিযুদ্ধে মাস্টার এম এ মোতালেবের অবদান স্মরণ করে বলেন, ছাত্র অবস্থায় শিক্ষক হিসেবে মাস্টার এম এ মোতালেব সাহেব আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। আনোয়ারার অনেক মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি তাঁর ছাত্র।

কলামিস্ট মো: মুসা খান তাঁর বক্তব্যে আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন অথবা একটি কক্ষ ( যেমন বিজ্ঞানাগার বা লাইব্রেরি) মরহুম মাস্টার আবদুল মোতালেবের নামে নামকরণের অনুরোধ জানান।

স্মরণ সভায় বক্তারা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে নিবেদিতপ্রাণ এই শিক্ষাবিদের পদাংক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরী বলেন, ‘১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর মাস্টার আবদুল মোতালেব সাহেবের মৃত্যু আমার জীবনের জন্য একটি স্মরণীয় ঘটনা, একজন আদর্শ শিক্ষকের প্রতি সর্বস্তরের মানুষের সেদিন যে শ্রদ্ধা,ভালোবাসা আমরা প্রত্যক্ষ করেছি তা বর্তমান সমাজে বিরল। সেদিন তাঁর জানাজার বিশালতা পরবর্তীতে আমাকে শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধ করে।’

সভায় অতিথিরা মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রাক্তন ছাত্র সাংবাদিক ও গবেষক জামাল উদ্দিন রচিত দেয়াং গরগণার ইতিহাস গ্রন্থের মোড়ক উম্মোচন করেন।
স্মরণসভায় মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম সিদ্দিকী, শেষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST