প্রতিদিনের বাংলাদেশের আনোয়ারা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের মমতাময়ী মা মেহেরুন্নেছা (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ৪কন্যা সন্তান রেখে যান।
আনোয়ারার সিনিয়র এই সাংবাদিকের মায়ের মৃত্যুতে আনোয়ারার বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবি সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার আনোয়ারার ডুমুরিয়াস্থ মরহুমার নিজ বাড়িতে আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।