চট্টগ্রামের আনোয়ারায় স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে স্বামীজির ১৬৪ তম জন্মদিন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানীত সভাপতি বাবু তাপস হোড় এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাকলী চক্রবর্তীর সঞ্চালনায় চিত্রাংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিন্দুল বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান,ফেভার ক্যাস্টল’র সমন্বয়ক তানজিলা খানম,সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম,ব্যবসায়ী অশোক মিত্র,কাজল বিবি।
প্রধান অতিথি স্বামীজির জীবনী সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং সভায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভূঁয়সী প্রশংসা করেন।
স্বাগত বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দত্ত,চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক সিরাজম মুনিরা চৌধুরী,
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আমাতুন নুর,শিক্ষক কাজল বোস প্রমূখ।