চট্টগ্রামের আনোয়ারায় রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় ও সহযোগি সংগঠনের উদ্যোগে
আগামী ১৪ জানুয়ারী ২০২৬,বুধবার ফজরের নামাজের পর হতে সারারাতব্যাপী খতমে কুরআন এর মাধ্যমে আধ্যাত্মিক গুরু, হযরত আবু বক্কর সিদ্দিক (রা:)’র বংশধর,৩৬ বছর বনবাসি,আধ্যাত্মিক গুরু,হযরত ছিদ্দিকে আকবর (রঃ)’র বংশধর,লেখক ও গবেষক, পাঁচ ত্বরিকার পীর,মীর নূর মোহাম্মদ, শাহছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রহ:)’র নির্দেশিত মহান বার্ষিক বিষু ও রজায়ী ত্বরিকত সম্মেলন স্থানীয় রজায়ী দরবার শরীফ,বিশ্ব নূর মঞ্জিলে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর সম্মানিত ও মান্যবর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লেখক ও গবেষক,বহু ইসলামী গ্রন্থ প্রণেতা,পীরে ত্বরিকত আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর এর ছদারতে এবং রজায়ী দরবারের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দিন রজায়ীর সঞ্চালনায় অনুষ্ঠিত হব। রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, আধ্যাত্মিক ও মানবিক সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ইসলামের সত্যিকার আদর্শ ও সুফিবাদের মহান শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশ- বিদেশে কাজ করছে,বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, সন্ত্রাস, হিংসা-বিদ্বেষ ও মানবিক মূল্যবোধের অবনতি লক্ষ্য করেএই সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ সংগঠন বিশ্বাস করে ইসলামী শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠন করা সম্ভব। তাই সকল স্তরের মানুষকে এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
পরিশেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।