কলমে – এস এম আহসানুল হক আদিব
শিউলি ঝরে ভোরবেলা,
গন্ধ ভাসে আকাশে।
সাদা মেঘের পালকগুলো
ভেসে চলে বাতাসে।
নীল আকাশে রৌদ্র হাসে,
ঝিকিমিকি রঙে।
ধানের ক্ষেতে হাওয়া বয়ে
মুগ্ধ করে সবে।
ডাহুক ডাকে নদীর তীরে,
শিশির ভেজা ঘাস।
শরতের সেই শান্ত ধরা,
স্বপ্ন জাগায় পাশ।
শাপলা ফুটে জলে ভেসে,
সাজে মাঠে গান।
শরতের এই স্নিগ্ধ রূপে
মনে জাগে টান।
সাদা কাশের ঢেউ দোলে,
হৃদয় ভরে যায়।
শরতের ওই শুভ্র আলো
প্রকৃতিকে ছায়।